দিল্লি,6 জানুয়ারি : আক্রান্তদের পাশে দাঁড়াতে আজ JNU যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল ৷ তবে তাদের JNU-তে ঢুকতে বাধা দেওয়া হয় । প্রতিনিধি দলে রয়েছেন দীনেশ ত্রিবেদী, মানস ভুঁইঞা, বিবেক গুপ্তা, শান্তনু সেন ও সাজদা আহমেদ ।ক্যাম্পাস ঢুকতে না দেওয়ায় বাইরেই অবস্থানে বসেন তৃণমূল নেতা-নেত্রীরা । তাঁদের অভিযোগ, সবাইকে ঢুকতে দেওয়া হলেও তাঁদের দেওয়া হচ্ছে না ৷
এই প্রসঙ্গে প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, "আমাদের যেতে দেওয়া হচ্ছে না । বাধা দেওয়া হচ্ছে । আমরা গান্ধীনীতি অবলম্বন করে সত্যাগ্রহ পালন করছি ৷ আমাদের বাদে সবাইকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে । বাধা পাচ্ছি আমরা । কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে ওঁরা । মমতা মানেই গণতন্ত্র । মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়া মানে গণতন্ত্রকে ভয় পাওয়া । আমরা কোনও ঝামেলা চাই না । আমরা যদি মুখে কাপড় বেঁধে আসতাম তাহলে হয়তো ঢুকতে দিত ।"