জয়পুর, 12 জুলাই : বিশ্বব্যাপী 800 মিলিয়ন মানুষ ভিডিয়ো-শেয়ারিং সোশাল নেটওয়ার্কিং চিনা অ্যাপ টিকটক ব্যবহার করে ৷ ভারতেও সমস্ত বয়সের মানুষের কাছেই এটি জনপ্রিয়তা অর্জন করেছিল ৷ কিন্তু, সম্প্রতি এই চিনা অ্যাপটি সাইবার অপরাধের একটি মাধ্যম হয়ে উঠেছে ৷
ভারত সরকার টিকটক-সহ 59টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ যাঁরা নিয়মিত এই অ্যাপ ব্যবহার করতেন, তাঁরা সরকারের নিষেধাজ্ঞার পরও বেআইনিভাবে বিভিন্ন পন্থায় এই অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করছেন ৷ অ্যাপ ডাউনলোডে মরিয়া হয়ে ওঠা কিছু মানুষের জন্য এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা ৷
ভুয়ো অ্যাপ ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে না করছেন বিশেষজ্ঞরা টিকটক ব্যবহারকারীরা অ্যাপের APK ভার্সনের মাধ্যমে নিষিদ্ধ এই অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করছেন ৷ APK এমন একটি ফাইল যেটার মাধ্যমে সংশ্লিষ্ট অ্যাপ ডাউনলোড করা সম্ভব ৷ অভিযোগ, অনেকের কাছেই SMS-র মাধ্যমে এই APK লিঙ্ক ডাউনলোড করার মেসেজ আসছে ৷
হোয়াটসঅ্যাপ এমনই একটি মেসেজ ভাইরাল হয়েছে ৷ এই মেসেজের সঙ্গে দেওয়া লিঙ্ক টিকটক ডাউনলোড করতে সাহায্য করবে বলে মেসেজে দাবি করা হয়েছে ৷ কিন্তু, জানা গিয়েছে এই মেসেজটি ভুয়ো ৷ মেসেজে উপস্থিত লিঙ্কটি অনলাইন বিজ্ঞাপনের সিরিজ়ের অংশ ৷
ETV ভারতও এই ধরনের লিঙ্কে সচেতনতার বার্তা তৈরি করেছে, যাতে মানুষে সত্যিটা জানতে পারে ৷ এই লিঙ্কে ক্লিক করার পরই ফোনে থাকা যোগাযোগের তালিকা সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীর অ্যাকাউন্টে চলে যায় ৷
অ্য়াপ ডাউনলোডে মরিয়া হয়ে ওঠা মানুষকে টার্গেট বানাচ্ছে সাইবার অপরাধীরা বিশেষজ্ঞরা বলছেন, অনেকে তাঁদের ব্যক্তিগত তথ্য নিয়ে আপোষ করেছে ৷ কারণ এগুলি ম্যালওয়্যার লিঙ্ক যা ব্যবহারকারীর ফোন থেকে ডেটা ফিশিংয়ে ব্যবহৃত হয় । টিকটক ব্যবহারকারীদের অ্যাপটির প্রতি আসক্তির সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা ৷ তাঁদের বাধ্য করছে নিজেদের ফোনে এই ম্যালওয়্যারটি ডাউনলোড করার জন্য ৷