ভোপাল, 7 জুন : কোয়ানাটিনে বাঘ! শুনতে অবাক লাগলেও এইরকমই ঘটেছে ভোপালে । সেই বাঘ না কি প্রায়ই জনবসতি এলাকায় চলে যেত । এইবার তাকে ভোপালের বনবিহার জাতীয় উদ্যানে নিয়ে আসেন বনদপ্তর কর্মীরা । কোয়ারানটিন সুবিধায় রাখা হয় তাকে ।
সরন নামের এই বাঘটিকে প্রথম ধরা হয় 2018-র ডিসেম্বর মাসে । সেইবারও মধ্যপ্রদেশের বেতুল জেলায় এক লোকালয়ে আটকে পড়েছিল সে ।
2018-র অক্টোবর মাসে মহারাষ্ট্রর অমরাবতী জেলায় দুইজন ব্যক্তির উপর হামলা করে তাঁদের মেরে ফেলেছিল সরন, জানাচ্ছেন বনবিহার জাতীয় উদ্যানের এক আধিকারিক । এরপর সীমান্ত পার করে সে চলে আসে মধ্যপ্রদেশ । বেতুল জেলার সরনি শহর থেকে 2018-র ডিসেম্বরে বাঘটিকে উদ্ধার করেন বন দপ্তর কর্মীরা । এবং প্রাকৃতিক অভ্যাসেই বেঁচে থাকার জন্য সাতপুরা টাইগার রিজ়ার্ভে ছেড়ে দেওয়া হয় তাকে । কিন্তু সেখান থেকে আবার পালায় সরন ।