পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদানের ভুয়ো দাবি, আটক 3 যুবক - মথুরা

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে চার লাখ টাকা অনুদানের ভুয়ো দাবি করার অভিযোগে মথুরায় তিন যুবককে আটক করা হল।

Three youth booked for false claiming to donate 4 lakh rupees in CM relief fund in mathura
Three youth booked for false claiming to donate 4 lakh rupees in CM relief fund in mathura

By

Published : Jun 6, 2020, 5:49 PM IST

মথুরা, 6 জুন : সোশাল মিডিয়ায় নাম কিনতে দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 4 লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। এই দাবি মিথ্যে প্রমাণিত হতেই শুক্রবার তিন যুবককে আটক করল মথুরা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপক গৌর, রাজকুমার রাওয়াত ও বিভোর গৌতম নামে তিন যুবক সোশাল মিডিয়ায় ভুয়ো চেকের ছবি পোস্ট করে প্রশংসা আদায়ের চেষ্টা করছিলেন। ডেপুটি কালেক্টর রাজীব উপাধ্যায় বলেন, ফারাহ নগরের বাসিন্দা দীপক গৌর ফেসবুকে দুই লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার দাবি করেন, যেখানে তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স 1993.25 টাকা।

সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট গৌরব গ্রোভার জানান, ওই তিন যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

ABOUT THE AUTHOR

...view details