চণ্ডীগড়, 22 ফেব্রুয়ারি: আচমকা হস্টেলে আগুন লাগায় পুড়ে মৃত্যু হল তিন যুবতির ৷ জখম একাধিক । ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের সেক্টর 32-এর একটি হস্টেলে ৷
চণ্ডীগড়ের হস্টেলে আগুন লেগে মৃত 3 যুবতি - 4টি দমকল
চণ্ডীগড়ের সেক্টর 32-এর একটি হস্টেলে আগুন লাগায় পুড়ে মৃত্যু হয়েছে তিন যুবতির, অসুস্থ বেশ কিছু বাসিন্দা ৷ আগুন নেভানোর জন্য ঘটনাস্থানে 4টি দমকল পাঠানো হয়েছে ৷
চন্ডীগড়ে আগুন লেগে মৃত্যু তিন যুবতীর
চণ্ডীগড়ের পুলিশ সুপারিনটেনডেন্ট বিনীত কুমার বলেন, 19-22 বছর বয়সি তিন যুবতি সেক্টর 32-এর ওই হস্টেলে পেয়িং গেস্ট হিসাবে থাকত ৷ আচমকা আগুন লাগায় তাঁরা কেউ পালাতে পারেনি ৷ ঘটনাস্থানেই পুড়ে মৃত্যু হয় তাঁদের ৷ এই অগ্নিকাণ্ডে হস্টেলের বাকি কয়েকজন বাসিন্দাও অসুস্থ হয়ে পড়েন ৷ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
4টি দমকল পাঠানো হয় আগুন নেভানোর জন্য, তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷