রায়পুর, 6 জুলাই : ছত্তিশগড়ের ধামতারি জেলায় এনকাউন্টারে খতম 4 মাওবাদী । মৃতদের মধ্যে তিনজন মহিলা ।
ছত্তিশগড়ে এনকাউন্টার : খতম 4 মাওবাদী - encounter'
ছত্তিশগড়ের ধামতারি জেলায় এনকাউন্টারে খতম 4 মাওবাদী । মৃতদের মধ্যে তিনজন মহিলা ।
বন্দুক
আজ সকালে খাল্লারি ও মেচকা গ্রামের মধ্যবর্তী এলাকার একটি জঙ্গলে মাওবাদী উপস্থিতির খবর পায় স্পেশাল টাস্ক ফোর্স (STF) । শুরু হয় মাওবাদী দমন অভিযান । কিছুক্ষণের মধ্যেই তিন মহিলাসহ চারজনকে খতম করা হয় । একথা জানান, রাজ্যের ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল (মাওবাদী দমন অভিযান) সুন্দররাজ পি ।
পুলিশ অধিকর্তা আরও বলেন, "গুলির লড়াই শেষ হলে চার মাওবাদীর দেহ উদ্ধার করা হয় । ঘটনাস্থান থেকে সাতটি বন্দুক উদ্ধার হয়েছে । এলাকায় এখনও চিরুনি তল্লাশি চলছে ।"