শোপিয়ান, 28 মার্চ : শোপিয়ানের কেলার এলাকায় নিকেশ তিনজঙ্গি। আজ সকালে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় এখনও চলছে তল্লাশি।
শোপিয়ানে নিকেশ 3 জঙ্গি - sopian
শোপিয়ানের কেলারে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে নিকেশ তিন জঙ্গি।
ছবিটি প্রতীকী
গতকাল দুপুরে নিরাপত্তাবাহিনী, CRPF এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে শোপিয়ানের কেলারে তল্লাশি শুরু করে। গতকাল থেকেই চলছিল গুলির লড়াই। অবশেষে তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়।
Last Updated : Mar 28, 2019, 8:37 AM IST