ইদুক্কি, 29 সেপ্টেম্বর: বিষ মদ খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি তিনজন । ইদুক্কি জেলার চিঠিরাপুরাম এলাকার ঘটনা । তিনজনের নাম থাঙ্কপ্পান, জবি ও মনোজ ।
বিষ মদ খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি 3 - MOSC hospital Kolenchery
কেরলে আবার বিষ মদ খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা । আশঙ্কাজনক অবস্থায় গতকাল তিনজনকে হাসপাতালে ভরতি করা হয় । ইদুক্কি জেলার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
এদের মধ্যে থাঙ্কপ্পান একটি রিসোর্টের মালিক । কননুর জেলার বাসিন্দা জবি ওই রিসোর্টে কাজ করতেন । মনোজ রিসোর্টের অতিথি । রবিবার রাতে ত্রিসুর থেকে মদ কিনে এনেছিলেন মনোজ । রাতে ওই মদের সঙ্গে মধু মিশিয়ে তিনজনে মিলে খান ।
সোমবার সকালে অসুস্থ হয়ে পড়ায় থাঙ্কপ্পানকে আদিমালির মর্নিং স্টার হাসপাতালে ভরতি করা হয় । বারবার বমি শুরু হওয়ায় ববিকেও সকাল 11টায় ওই হাসপাতালেই ভরতি করতে হয় । পরে দু'জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে কোলেচেরির MOSC মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় । অসুস্থ হয়ে পড়েন মনোজও । তাঁকে অংগামালির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।