শ্রীনগর, 17 সেপ্টেম্বর : শ্রীনগরে বড় সাফল্য ভারতীয় নিরাপত্তাবাহিনীর। বৃহস্পতিবার শ্রীনগরের বাটামালুতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি । শ্রীনগরের এক পুলিশ অধিকর্তা একথা জানিয়েছেন। এনকাউন্টারে এক মহিলার মৃত্যু হয়েছে।
এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ ও CRPF । জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল, সেই জায়গাটি ঘিরে ফেলা হয় । সেইসময় সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পালটা জবাব দেয় সেনাও । খতম করা হয় তিন জঙ্গিকে।
শ্রীনগরে খতম 3 জঙ্গি - 2 CRPF personnel injured in Srinagar encounter
সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পায় নিরাপত্তাবাহিনী। তার ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে। নিকেশ করা হয় তিন জঙ্গিকে।
শ্রীনগরে গুলির লড়াই
এর আগে শুক্রবার জম্মু ও কাশ্মীর বারামুল্লা জেলায় দুইপক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গি নিকেশ হয় । একজন সেনা অফিসার জখম হন ।
Last Updated : Sep 17, 2020, 1:03 PM IST