শ্রীনগর, 8 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা থেকে গ্রেপ্তার করা হল তিন জঙ্গিকে । এরা প্রত্যেকে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত । ধৃতদের থেকে কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে যা তাদের জঙ্গি-যোগ নিশ্চিত করে । ধৃতরা হল মুজিব শামাস, তনভির আহমেদ মির ও ইমতিয়াজ় আহমেদ শেখ ।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার হাজিনে বাজার এলাকায় পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছিল । পুলিশের কাছে খবর ছিল, ঘটনায় লস্কর-ই-তৈবার কয়েকজন সক্রিয় জঙ্গি জড়িত ছিল । তিনি আরও জানিয়েছেন, হাজিন শহরের বাসিন্দাদের মধ্যে একটি ভয়ের পরিবেশ তৈরি করতে ও দেশবিরোধী ধারণা জাগ্রত করতেই এই ধরনের কাজ করেছে জঙ্গিরা ।