দিল্লি, ৪ জানুয়ারি : দিল্লিতে মা ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে । শুধু তাই নয়, ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়েও দেওয়া হয় । অভিযুক্ত দু'জনের মধ্যে একজনের নাম সোনু ও আর একজন অমিত । একই সঙ্গে ঋত্বিক নামে আর এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । সে ভিডিয়োটি ভাইরাল করে ।
দিল্লিতে মা ও মেয়ের শ্লীলতাহানির অভিযোগ - Police arrested molestors
দিল্লিতে মা ও মেয়েকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার দুই ।
ছবি
দিল্লির ওয়াজিপুরের জে জে কলোনিতে ঘটনাটি ঘটে । দুই যুবক ওই যুবতির সঙ্গে প্রথমে অশালীন আচরণ করতে শুরু করে বলে অভিযোগ । বাঁচাতে তাঁর মা এগিয়ে এলে তাঁরও শ্লালতাহানি করা হয় বলে অভিযোগ । পরে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় সেই ভিডিয়ো ।
অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির সংশ্লিষ্ট ধারায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।