পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত-নেপাল সীমান্তে উদ্ধার 4 কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার 3 - ভারত-নেপাল সীমান্ত

উত্তরপ্রদেশ পুলিশ ভারত-নেপাল সীমান্তে 478 গ্রাম হেরোইন-সহ তিনজনকে গ্রেপ্তার করে । আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া ওই হেরোইনের মূল্য আনুমানিক চার কোটি টাকারও বেশি ।

478 grams heroin seized
478 grams heroin seized

By

Published : Sep 20, 2020, 6:18 PM IST

মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ), 20 সেপ্টেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে SSB ও সোনৌলি থানার যৌথ অভিযানে ভারত-নেপাল সীমান্তে গ্রেপ্তার হল তিন মাদক পাচারকারী । উদ্ধার হয়েছে 478 গ্রাম হেরোইন । আন্তর্জাতিক বাজারে যার মূল্য আনুমানিক চার কোটি টাকারও বেশি । মহারাজগঞ্জের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ প্রদীপ গুপ্তা জানান একথা ।

তিনি বলেন, "ওই হেরোইন কোথা থেকে এল তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ।" এর আগে, 18 সেপ্টেম্বর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ দুজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে বেআইনি ওষুধ যেমন এক্সটিসি ট্যাবলেট, LSD (লিজ়েরজিক অ্যাসিড ডাইথাইলেমাইড) ও গাঁজার জরিযুক্ত জেলি উদ্ধার করে । একই দিনে, মুম্বইয়ে নারকোটিক কন্ট্রোল বিউরো তিনটি মাদকদ্রব্য লেনদেনের ঘটনায় পাঁচজনকে আটক করে । তার মধ্যে একটি ঘটনা সুশান্ত সিং রাজপুত মামলার সাথে জড়িত ।

একইভাবে, 17 সেপ্টেম্বর(বৃহস্পতিবার) বেঙ্গালুরুতে একটি মাদক চক্র ফাঁস করে CCB পুলিশ এবং তিনজনকে গ্রেপ্তার করে । তাঁদের কাছ থেকে প্রায় 50 লাখ টাকার 90 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে ।

ABOUT THE AUTHOR

...view details