পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মিরামার বিচে মনোহর পর্রিকরের শেষকৃত্য - Prime Minister Narendra Modi

গোয়ার মিরামার বিচে শেষকৃত্য শুরু হল মনোহর পর্রিকরের।

পর্রিকরের শেষকৃত্য

By

Published : Mar 18, 2019, 8:46 PM IST

পানাজি, ১৮ মার্চ : গোয়ার মিরামার বিচে শেষকৃত্য শুরু হল মনোহর পর্রিকরের। কয়েক বছর ধরে অগ্ন্যাশয়ের অসুখে ভুগছিলেন পর্রিকর। গতকাল ছেলের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্যস্থানীয় নেতারা। আজ তাঁরা মনোহর পর্রিকরের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান। মনোহর পর্রিকরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এছাড়া গোয়ার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

শেষকৃত্যের জন্য আজ বিকেলে মনোহর পর্রিকরের দেহ মিরামার বিচে নিয়ে যাওয়া হয়।সেখানে গান স্যালুটে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে অগণিত লোক মিরামার বিচে উপস্থিত হয়েছিলেন।

ABOUT THE AUTHOR

...view details