কোটা (রাজস্থান), 12 ডিসেম্বর : দেশজুড়ে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য বারবার অভিযান চলে । নানা সচেতনতামূলক প্রচারও হয় । গান্ধি জয়ন্তীর দিন দেশ থেকে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক নির্মূল করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এর আগে থেকেই একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে অভিযান শুরু করেছিল রাজস্থানের কোটার একটি ছোট্ট গ্রাম কেশবপুর ৷
জয়পুর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে ছোট্ট এই গ্রাম কেশবপুর ৷ কয়েক মাস আগে প্লাস্টিক খেয়ে এই গ্রামের বহু গবাদি পশু মারা যায় ৷ তারপরই নড়চড়ে বসে গ্রামবাসীরা । অঙ্গীকার করে আর ব্যবহার করবে না প্লাস্টিক । চলতি বছরের 11 জুলাই একত্রিত হয় গ্রামবাসীরা । এলাকার সমস্ত প্লাস্টিকজাত বর্জ্য জড়ো করে পুড়িয়ে দেয় । তারই সঙ্গে অঙ্গীকার করে আর কোনওদিন প্লাস্টিক ব্যবহার করবে না ।