দিল্লি, 9 নভেম্বর : ঐতিহাসিক রায়কে স্বাগত জানাল কংগ্রেস ৷ গেরুয়া শিবির যেখানে অযোধ্যা রায়কে ঐতিহাসিক ও বৈশিষ্ট্যপূর্ণ বলে উল্লেখ করল ৷ কংগ্রেসের দাবি, এই রায় অযোধ্যা নিয়ে BJP-র রাজনীতি করাকে বন্ধ করে দিল ৷
এই রায় BJP-র রাজনীতি করার দরজা বন্ধ করল : রণদীপ সুরজেওয়ালা
এই রায় অযোধ্যা নিয়ে BJP-র রাজনীতি করাকে বন্ধ করে দিল ৷ আজ সাংবাদিক বৈঠকে একথা জানাল কংগ্রেসের মুখপাত্র রণদীপ রণদীপ সূরজেওয়ালা ৷
সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মুখপাত্র রণদীপ রণদীপ সুরজেওয়ালা বলেন, "রাম মন্দির নির্মাণের পক্ষে কংগ্রেস ৷ সুপ্রিম কোর্টের রায় এসে গেছে ৷ আমরা রাম মন্দিরে নির্মাণের পক্ষে রয়েছি ৷ এই রায় শুধুমাত্র মন্দির নির্মাণের জন্য দরজা খুলে দেয়নি, বরং অযোধ্যা নিয়ে BJP-র রাজনীতির দরজাও বন্ধ করল ৷"
অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "প্রত্যেকের সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানানো উচিত ৷ সম্প্রীতি বজায় রাখতে এটি খুব গুরুত্বপূর্ণ ৷ জনগণের কাছে আমার আবেদন, এই ইশুতে ভবিষ্যতে যেন আর কোনও সমস্যা তৈরি না হয় ৷"