পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজধানীতে এবার নতুন ঘরানার রাজনীতি : কেজরিওয়াল

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুধুমাত্র ঘোষণার অপেক্ষা ৷ রাজধানীতে 50টিরও বেশি আসনে জিতছে কেজরিওয়াল অ্যান্ড কোং ৷ জয়ের মুখে এবার দলীয় কর্মী ও সাধারণ মানুষদের শুভেচ্ছা জানালেন তিনি ৷

By

Published : Feb 11, 2020, 4:53 PM IST

Updated : Feb 11, 2020, 6:26 PM IST

Kejriwal
কেজরিওয়াল

দিল্লি, 11 ফেব্রুয়ারি : রাজধানীতে এবার নতুন ঘরানার রাজনীতি শুরু হবে ৷ দিল্লি জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে এইভাবেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন কেজরিওয়াল ৷ তৃতীয়বারের জন্য রাজধানীর বুকে ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি ৷

সাংবাদিক বৈঠকে এসে কেজরিওয়াল বলেন, "সাধারণ মানুষ আমাকে তাঁদের সন্তানের মতো করে ভরসা করেন ৷ সেইজন্যেই আমাদের ভোট দিয়েছেন ৷ আজকের জয় তাঁদের জন্যই ৷" দিল্লিতে দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক থেকে দলীয় কর্মীদেরও ধন্যবাদ জানালেন আম আদমির প্রধান ৷

একইসঙ্গে আগামী পাঁচবছরও যাতে আমজনতার সেবায় নিজেদেরকে আরও ভালোভাবে নিয়োজিত করা যেতে পারে, তার জন্য ভগবানের উপর আশ্বাস রাখার কথাও বলেন তিনি ৷ গণনা শুরু হওয়ার পর থেকেই ভোটের লড়াইয়ে এগিয়ে আছে কেজরিওয়ালের দল ৷ এখন পর্যন্ত হিসেব বলছে, AAP পেতে চলেছে 50টিরও বেশি আসন ৷ বাকি আসনগুলি যেতে পারে BJP-র দখলে ৷

ভোটের ফল এখনও সম্পূর্ণ প্রকাশ না হলেও দিল্লির গদিতে যে কেজরিওয়ালই প্রত্যাবর্তন করছেন, তা নিশ্চিত ৷ AAP-এর বিপুল জয়ে ইতিমধ্যে সব দলই অভিনন্দন জানাতে শুরু করেছে ৷ কেজরিওয়ালকে ফোন করে জয়ের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘‘দিল্লির জনগণ BJP-কে প্রত্যাখান করেছে ৷ CAA, NRC ও NPR চায় না জনগণ ৷ তাই উন্নয়নেরই জয় হয়েছে ৷’’

দিল্লিতে কংগ্রেসের ভরাডুবির মুখে কেজরিওয়ালকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরিও ৷ বলেছেন, "দিল্লিবাসী উন্নয়নকেই বেছে নিয়েছে ৷ আমি কেজরিওয়ালকে অভিনন্দন জানাচ্ছি তার জয়ের জন্য ৷ দিল্লি নির্বাচন দ্বিমেরুতে পরিণত হয়েছে ৷ সেখানে কংগ্রেসের কোনও স্থান নেই ৷"

Last Updated : Feb 11, 2020, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details