পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"এটা আমাদের বিশ্বাস", শস্ত্রপুজো নিয়ে বললেন রাজনাথ - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রতিরক্ষামন্ত্রী বলেন, "প্রত্যেক ধর্মের মানুষের তাঁদের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করার অধিকার রয়েছে ৷ যদি আমার মতো অন্য কেউ এইরকম করত আমি তাঁর সমালোচনা করতাম না ৷ এই ইশুতে কংগ্রেসের মধ্যে বিভাজন রয়েছে বলে আমি মনে করি ৷ কারণ সবার মত এক হতে পারে না ৷"

রাজনাথ সিং

By

Published : Oct 11, 2019, 1:28 PM IST

দিল্লি, 11 অক্টোবর : ফ্রান্সে রাফাল যুদ্ধবিমানে চড়ার আগে শস্ত্র পূজা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ শুরু হয় সমালোচনাও ৷ কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷ আর এই বিতর্ক প্রসঙ্গে গতকাল মন্তব্য করেন রাজনাথ ৷ বলেন, "লোকে তাঁদের যা ইচ্ছা বলতেই পারেন ৷ আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি এবং করবও ৷ এটা আমাদের বিশ্বাস যে সবার উপরে একটা শক্তি আছে ৷ আমি এটা ছোটো থেকে মেনে এসেছি ৷"

তিনি আরও বলেন, "প্রত্যেক ধর্মের মানুষের তাঁদের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করার অধিকার রয়েছে ৷ যদি আমার মতো অন্য কেউ এইরকম করত আমি তাঁর সমালোচনা করতাম না ৷ এই ইশুতে কংগ্রেসের মধ্যে বিভাজন রয়েছে বলে আমি মনে করি ৷ কারণ সবার মত এক হতে পারে না ৷"

বৃহস্পতিবার রাতে ফ্রান্স সফর থেকে দেশে ফিরেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ ফ্রান্সের তরফে তাঁর হাতে প্রথম রাফাল যুদ্ধবিমানটি তুলে দেওয়া হয় ৷ দেশে ফিরে তিনি জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল বা মে মাসের মধ্যেই ভারতে আসবে 7টি রাফাল যুদ্ধবিমান ৷

তিনি বলেন, "এপ্রিল-মে মাসের মধ্যেই সাতটি রাফাল যুদ্ধবিমান ভারতে আসবে ৷ এই যুদ্ধবিমানগুলির সর্বোচ্চ গতিবেগ হতে পারে 1800 কিমি ৷ ফ্রান্সে আমাকে নিয়ে রাফাল বিমানটি 1300 কিমি গতিবেগে উড়েছিল ৷ এই জেটগুলি হাতে পাওয়ার সমস্ত কৃতিত্ব প্রধানমন্ত্রীর ৷ ফ্রান্স সফর সফল হয়েছে ৷" উল্লেখ্য, ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাকরেঁর সঙ্গে তিনি 35 মিনিটের একটি বৈঠকও করেন ৷

তিনি বলেন, "ভারতে রাফাল যুদ্ধবিমান আসার পরে বায়ুসেনার শক্তি আরও বাড়বে ৷ তবে আমরা কাউকে নিজের থেকে আমাদের শক্তি প্রদর্শন করে ভয় দেখাতে চাই না ৷ আমরা কাউকে ভয়ও করি না ৷"

ABOUT THE AUTHOR

...view details