দিল্লি, ১ ফেব্রুয়ারি : এই বাজেটের ফলে সমাজের সবস্তরের মানুষ লাভবান হবে। অন্তর্বর্তী বাজেটের প্রশংসা করে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই তিনি বলেন, নির্বাচনের পর যে বাজেট আসবে এটা শুধুমাত্র তার ট্রেলার। দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে ওই বাজেট।
এটা ট্রেলার, আসল বাজেট আসবে নির্বাচনের পর : মোদি - piyush Goyal
এই বাজেটের ফলে সমাজের সবস্তরের মানুষ লাভবান হবে। অন্তর্বর্তী বাজেটের প্রশংসা করে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রীর বক্তব্য :
- অর্থনৈতিক শ্রীবৃদ্ধি থেকে শুরু করে নতুন ভারত গড়ার অঙ্গীকার
- অন্তর্বর্তী বাজেটে সব শ্রেণির মানুষের শ্রীবৃদ্ধির কথাই ভাবা হয়েছে
- নতুন ভারত গড়ার কাজে আমাদের এভাবেই এগিয়ে চলতে হবে
- মধ্যবিত্তকে অভিনন্দন। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ায় ৩ কোটি করদাতা লাভবান হবে
- ১২ কোটি কৃষক লাভবান হবে
- অসংগঠিত ক্ষেত্রের কথা কেউ ভাবেনি
- এই বাজেট গরিবকে শক্তি দেবে