দিল্লি, 4 নভেম্বর :দিল্লিতে কোরোনা সংক্রমণের তৃতীয় ঢেউ কি শুরু হল ?বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিল্লিতে কোরোনা ভাইরাস সংক্রমণের সাম্প্রতিক উত্থানকে "তৃতীয় ঢেউ" বলা যেতে পারে।" দিল্লিতে কোরোনা আক্রান্তের সংখ্যা অক্টোবরে কমে গিয়েছিল । কিন্তু বেশ কিছুদিন ধরে আবার কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । কোরোনা আক্রান্তের এই বৃদ্ধিকে কেজরিওয়াল তৃতীয় ঢেউ বলেন । কিছুদিন আগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও একই আশঙ্কা প্রকাশ করেছিলেন । আজ স্বাস্থ্যমন্ত্রীর সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গলাতেও ।
দিল্লিতে কোরোনা সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু, আশঙ্কা অরবিন্দ কেজরিওয়ালের - কোরোনা সংক্রমণের তৃতীয় ঢেউ
দিল্লিতে কোরোনা সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন কেজরিওয়াল । সেপ্টেন্মর-অক্টোবর থেকে কোরোনা সংক্রমণ কমতে শুরু করে।
কেজরিওয়াল বলেন, "সেপ্টেম্বর-অক্টোবর থেকে কোরোনা সংক্রমণ কমতে শুরু করে। আমরা বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছি এবং প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতাল ও মেডিকেল পরিকাঠামোয় বিছানার অভাব নেই।"
দিল্লিতে ক্রমবর্ধমান দূষণ বৃদ্ধিতে কেজরিওয়াল চিন্তিত । আর সেদিকে নজর রেখে এবার দীপাবলিতে বাজি পোড়ানোর ক্ষেত্রেও নানা নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি প্রশাসন । কেজরিওয়াল দিল্লিতে দূষণ হ্রাস করতে জমিতে থাকা নাড়া পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন । বলেন, " আজ থেকে সমস্ত খড়কে সারে রূপান্তরিত করা হবে। দিল্লিতে চুল্লি পোড়ানোর জন্য একটি সমাধান দিয়েছি। আমি আশা করি, বায়ু দূষণ এই বছরে শেষ সহ্য করছি ।" তিনি বলেন, "কৃষকেরাও আর খড় পোড়াতে চায় না। আমরা সুপ্রিম কোর্টকেও এ সম্পর্কে জানাব।" রাজ্য সরকারও দ্রুত এটা সমাধান গ্রহণ করবে।