পুনে, 13 মার্চ : কোরোনার আতঙ্কের সুযোগ নিল চোরেরা । কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক কিনতে গিয়েছিলেন এক মহিলা । সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে তাঁর বহুমূল্য সোনার অলঙ্কার ও নগদ 6 হাজার টাকা চুরি করল কয়েকজন দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে ।
25 বছর বয়সি মহিলা কোরোনা সংক্রমণ থেকে রক্ষা পাবার জন্য মাস্ক কিনতে বেরিয়েছিলেন । সেই সময় এই ঘটনা ঘটে । পুনের হাদাপসার এলাকায় এক হাউজ়িং সোসাইটিতে বৃহস্পৃতিবার সন্ধ্যার ঘটনা ৷ শুক্রবার পুলিশ জানায়, মহিলার 40 হাজার মূল্যের সোনার অলঙ্কার ও 6 হাজার টাকার নগদ চুরি হয়ে যায় ।