পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উন্নাওয়ের ঘটনায় BJP বিধায়কের বিরুদ্ধে FIR, উচ্চপর্যায়ের তদন্ত দাবি মমতার - কুলদীপ সিং সেনগার

উন্নাওয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এনিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান তিনি । এদিকে গাড়ি দুর্ঘটনায় BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, তাঁর ভাই মনোজ সিং সেঙ্গার ও আরও 8 জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে ।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

By

Published : Jul 29, 2019, 6:21 PM IST

Updated : Jul 29, 2019, 6:34 PM IST

কলকাতা ও লখনউ, ২৯ জুলাই : উন্নাওয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "প্রতিদিন বাংলাকে অপমান করছে । আর উত্তরপ্রদেশে কী ঘটছে সে সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কি ধারণা আছে? উন্নাওতে যা ঘটেছে, অভিযোগকারিণীর দুই আত্মীয় মারা গেছেন । সে নিজে মারাত্মক জখম । একটি উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত ।"

গতকাল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারিণী । মারা গেছেন তাঁর দুই আত্মীয়া । তাঁদের মধ্যে একজন এই মামলার অন্যতম সাক্ষী । সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই দু'জনের মৃত্যু হয় । আহত কিশোরীর চিকিৎসা চলছে লখনউয়ের একটি হাসপাতালে । আজ কিশোরীর মা এই দুর্ঘটনাকে একটি ষড়যন্ত্র বলে CBI তদন্তের দাবি জানিয়েছেন । তিনি বলেন, এটি কোনও দুর্ঘটনা নয় বরং আমাদের সকলকে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল । আসামির ছেলে আমাদের হুমকি দিয়েছিল । আমি জানতে পেরেছি যে বিধায়ক জেলে বসেই এই কাজ করেছেন ।" এদিকে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত করছে এটি একটি দুর্ঘটনা । তবে তারা CBI-কে তদন্তভার দিতে রাজি । আজ সংবাদিক বৈঠকে পুলিশ অধিকর্তা জানিয়েছেন, ট্রাকের চালক ও মালিককে গ্রেপ্তার করা হয়েছে । BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, তাঁর ভাই মনোজ সিং সেঙ্গার ও আরও 8 জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । পুলিশের তরফে আরও জানানো হয়েছে, যে এই কিশোরীর জন্য একজন গানার (বন্দুকধারী) সহ 9 জন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল । সুরেশ নামে এক গানার জানিয়েছেন, গাড়িতে কোনও জায়গা ছিল না বলে নিরাপত্তারক্ষীদের পিছনে থাকতে বলা হয়েছিল । সুরেশ বলেন, "আন্টি বলেছিলেন যে পাঁচজন লোক যাচ্ছে এবং সন্ধ্যা নাগাদ ফিরে আসবে । চিন্তার কিছু নেই ।" কিশোরীর মায়ের অভিযোগ সম্পর্কে পুলিশ জানিয়েছে তারা এই বিষয়টি খতিয়ে দেখছে ।

এদিকে লখনউয়ের যে হাসপাতালে কিশোরী চিকিৎসাধীন সেই হাসপাতালের তরফে জানানো হয়েছে, কিশোরীর পাঁজর, কলারবোন, একটা হাত এবং একটা পায়ের হাড় ভেঙেছে । গুরুতর অবস্থার কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।

Last Updated : Jul 29, 2019, 6:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details