দিল্লি, 19 নভেম্বর : ফের কি একবার পাক অধিকৃত কাশ্মীরে হানা দিল ভারতীয় সেনা ? আজ সংবাদসংস্থা PTI-তে একটি প্রতিবেদন প্রকাশিত হয় । যেখানে বলা হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটিতে "পিনপয়েন্ট স্ট্রাইক" করেছে ভারতীয় সেনা । পাকিস্তানের সেনার তরফে জঙ্গিদের সীমান্ত পার করানোর যে চেষ্টা করা হচ্ছিল, তার জবাবেই এই পিনপয়েন্ট স্ট্রাইক করা হয় বলে সংবাদ মাধ্যমের একাংশে প্রকাশিত হয় ।
তবে ভারতীয় সেনার ডিরেক্টর জেনেরাল অফ মিলিটারি অপারেশনস (DGMO) লেফটেন্যান্ট জেনেরাল পরমজিৎ সিং জানিয়েছেন, "নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার যে অভিযানের খবর প্রকাশিত হয়েছে তা ভুয়ো ।"
ভারতীয় সেনার তরফে আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করা হয় । জানিয়ে দেওয়া হয়, আজ নিয়ন্ত্রণরেখা বরাবর কোনও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়নি । কোনও গোলাগুলিও হয়নি । সংবাদসংস্থা PTI-তে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেটি 13 নভেম্বর পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনার বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন ।
এক সপ্তাহ আগে 13 নভেম্বর বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান সেনা । নিয়ন্ত্রণরেখার ওপার থেকে এলোপাথারি গোলা-বর্ষণ করতে শুরু করেছিল । পাকিস্তানের অতর্কিত হানায় শহিদ হয়েছিলেন চার জওয়ান । প্রাণ হারিয়েছিলেন তিন কয়েকজন গ্রামবাসী । জখমও হয়েছিলেন বেশ কয়েকজন । হামলার জবাব দিয়েছিল ভারতও । ভারতের জবাবি হামলায় নিহত হয়েছিল 11 জন পাকিস্তানের জওয়ান । সেই ঘটনারই একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন আজ PTI প্রকাশ করেছিল ।
এদিকে আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, 2003 সালের সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তির বারবার লঙ্ঘন করছে পাকিস্তান । সীমান্ত দিয়ে চোরা অনুপ্রবেশকারীদের কভার ফায়ার দিয়ে সাহায্য করছে । নিয়ন্ত্রণরেখায় মোতায়েন পাকিস্তান সেনার সাহায্য ছাড়া এই ধরনের কাজ কোনওভাবেই সম্ভব নয় ।