পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"আমরা শত্রু নই", ফড়নবিশের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বললেন সঞ্জয় রাউত - COVID-19

গত বছরের নভেম্বর মাসে শিবসেনা NDA থেকে সরে দাঁড়ায় ৷ শেষ পর্যন্ত কংগ্রেস ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP)-র সমর্থনে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন ৷

সঞ্জয় রাউত  ও দেওবেন্দ্র ফড়নবিশ
সঞ্জয় রাউত ও দেওবেন্দ্র ফড়নবিশ

By

Published : Sep 27, 2020, 4:18 PM IST

দিল্লি, 27 সেপ্টেম্বর : মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে গতকাল দেখা করেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ৷ রবিবার তিনি নিজেই একথা জানান ৷ তিনি বলেন, তাঁদের মধ্যে মতাদর্শগত পার্থক্য আছে ঠিকই । কিন্তু দু'জনের মধ্যে কোনও শত্রুতা নেই ৷

সঞ্জয় রাউত বলেন, ‘‘আমি গতকাল দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি । তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। এছাড়াও, তিনি মহারাষ্ট্রে ভারপ্রাপ্ত বিরোধী দলের নেতা এবং বিহার ভোটে ভারতীয় জনতা পার্টির (BJP) ভারপ্রাপ্ত আধিকারিক । আমাদের সাক্ষাৎকার আগেই স্থির করা ছিল ৷ আমি ‘সামনার’ জন্য তাঁর সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম। COVID-19 এবং অন্যান্য কারণে, এটি এতদিন করা যায়নি ৷’’

তিনি আরও বলেন, ‘‘মতাদর্শগত পার্থক্য থাকতে পারে । তবে আমরা শত্রু নই । আমাদের সাক্ষাৎকার সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অবগত ছিলেন। আমরা কোনও বাঙ্কারে বসে ছিলাম না, এটি একটি খোলা সভা ছিল ৷’’

গত বছরের নভেম্বর মাসে শিবসেনা NDA থেকে সরে দাঁড়ায় ৷ শেষ পর্যন্ত কংগ্রেস ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP)-র সমর্থনে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন ৷

রাউত BJP নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা NDA থেকে সরে আসা শিরোমণি অকালি দল (SAD) নিয়েও কথা বলেছেন ৷

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাউত বলেন, ‘‘ NDA-র শক্তিশালী স্তম্ভগুলি হল শিবসেনা এবং অকালি দল। আমরা একসঙ্গে ক্ষমতা ও বিরোধী দলের মধ্যে ছিলাম । শিবসেনা NDA থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল ৷ এখন অকালি দলও NDA ছেড়ে দিল। তারা 1996 সাল থেকে BJP০- সঙ্গে ছিল। NDA নতুন মিত্র পেয়েছে, আমি তাদের সকলের মঙ্গল কামনা করি। আমি কোনও জোটকে NDA হিসাবে বিবেচনা করি না যার মধ্যে শিবসেনা এবং অকালি দল নেই ৷ ’’

প্রসঙ্গত, কৃষি বিলের বিরোধিতায় কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন SAD-র হরসিমরত কউর বাদল । আর শনিবার শিরোমণি অকালি দল BJP নেতৃত্বাধীন NDA জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ৷

ABOUT THE AUTHOR

...view details