পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সৈকত থেকে বালি তুলেছিলেন দুই পর্যটক, জানতেন না কী বিপদ অপেক্ষা করছে

ওই দু'জন পর্যটক জানিয়েছেন, স্মৃতিস্বরূপ নিজেদের কাছে রাখার জন্য সমুদ্র সৈকত থেকে বালি সংগ্রহ করেছিলেন ৷ ওই সৈকত থেকে বালি সংগ্রহ করা যে অপরাধ সেই বিষয়টি তাঁরা জানতেন না ৷

ছবি সৌজন্যে pixabay

By

Published : Aug 21, 2019, 2:58 PM IST

ইতালি, 21 অগাস্ট: নেহাতই সামান্য জিনিস ! সমু্দ্র সৈকতের বালি ! আর তা সংগ্রহ করার খেসারত দিতে হল গ্রেপ্তার হয়ে ৷ দুই পর্যটক ভ্রমণের স্মৃতিস্বরূপ ইতালির সার্দিনিয়ার সাউদার্ন কোস্টের চায়না সমু্দ্র সৈকত থেকে সংগ্রহ করেছিলেন বালি ৷ আর এরপরেই তাঁদের দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

স্থানীয় খবর অনুসারে, দুই ফরাসি পর্যটক চায়না সমুদ্র সৈকত থেকে 90 পাউন্ড বালি সংগ্রহ করার অপরাধে গ্রেপ্তার হন ৷ 14 বোতল বালি সংগ্রহ করেছিলেন তাঁরা ৷ সেই বালি একটি ফ্রান্সগামী ফেরিতে করে নিয়ে যাচ্ছিলেন ৷ পোর্ট টরেজে বিষয়টি নজরে আসে ইতালির পুলিশের৷ এরপরেই তাঁদের গ্রেপ্তার করা হয় ৷

ওই দু'জন পর্যটকের দাবি, ভ্রমণের স্মৃতিস্বরূপ তাঁরা সমুদ্র সৈকত থেকে বালি সংগ্রহ করেছিলেন ৷ জানতেন না বিষয়টি অপরাধ ৷ ভূমধ্য দ্বীপের আইন ভঙ্গের অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয় ৷ ওই দু'জনের এক বছর দু'মাসের জেল হতে পারে ৷

2017 সালের কার্যকর হওয়া একটি আইন অনুসারে সার্দানিয়ান সমুদ্র সৈকত থেকে বালি, পাথর, ঝিনুক সংগ্রহ করা অপরাধ ৷

ABOUT THE AUTHOR

...view details