দিল্লি, 7 জানুয়ারি : ভারত ও অ্যামেরিকার বন্ধন আরও মজবুত হয়েছে । অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে এমনই বার্তা দিলেন নরেন্দ্র মোদি । পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারকে নববর্ষের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী ।
আরও মজবুত ভারত-অ্যামেরিকা বন্ধন, ট্রাম্পকে বার্তা মোদির
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে আজ সকালে একটি বিবৃতি জারি করা হয় । বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ সকালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদির ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে আজ সকালে একটি বিবৃতি জারি করা হয় । বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ সকালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন নরেন্দ্র মোদি । ট্রাম্প, তাঁর পরিবার এবং অ্যামেরিকার নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানান মোদি । অ্যামেরিকা ও ভারতের সম্পর্ক নিয়েও কথা হয় তাঁদের মধ্যে । নরেন্দ্র মোদি বলেন, ''ভারত-অ্যামেরিকার সম্পর্ক বিশ্বাস, ভরসা, বোঝাপড়ার উপর নির্ভরশীল । তাই ভারত অ্যামেরিকার বন্ধন আরও মজবুত হচ্ছে ।''
ডোনাল্ড ট্রাম্পও ভারতের নাগরিকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন । বিবৃতিতে জানানো হয়, 'ভারতের শেষ কয়েকবছরের সাফল্য ও প্রাপ্তিতে তিনি খুশি । দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান ৷