দিল্লি, 6 জানুয়ারি : আগামী শুক্রবার দেশজুড়ে হতে চলেছে কোরোনা ভ্যাকসিনের দ্বিতীয় ট্রায়াল রান৷ প্রথম ট্রায়াল রান হয়েছিল 2 জানুয়ারি ৷ কীভাবে সাধারণ মানুষকে দ্রুত কোরোনা ভ্যাকসিন দেওয়া যায় তার প্রস্তুতিতেই এই ট্রায়াল রান ৷
শুক্রবারের ট্রায়ালে ফের একবার মোবাইল অ্যাপ CoWIN এর ব্যবহারিক কার্যকারিতা পরীক্ষা করে দেখা হবে ৷ ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটি নির্মাণ করা হয়েছে ৷
সরকারের তরফে বলা হয়েছিল, জরুরিকালীন ছাড়পত্র পাওয়ার 10 দিনের মধ্যেই কোরোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হবে ৷ ইতিমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনিকা প্রযুক্তিতে তৈরি সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাকসিন জরুরিকালীন ব্যবহারের ছাড়পত্র পেয়েছে ৷