দিল্লি, 16 জুন : দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ ও কাল হবে এই বৈঠক ৷ প্রথম দিনের বৈঠকে দেশের 21 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা থাকবেন ৷ বুধবার দেশের বাকি 15টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ৷
আজ বিকেল 3টায় শুরু হবে বৈঠক । প্রথম দিনের এই বৈঠকে অপেক্ষাকৃত কম কোরোনা আক্রান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেমন, পঞ্জাব, কেরালা, অসমসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা থাকবেন ৷ অন্যদিকে আগামীকালের বৈঠকে দেশের অপেক্ষাকৃত বেশি কোরোনা আক্রান্ত রাজ্য গুলি যেমন, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা থাকবেন ৷ কালও বিকেল 3টায় শুরু হবে বৈঠক ।
দেশে কোরোনা আবহে এটি মুখ্যমন্ত্রীদের সঙ্গে ষষ্ঠ ও সপ্তম বৈঠক হতে চলেছে প্রধানমন্ত্রীর ৷ সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 11,502 জন ৷ এখনও পর্যন্ত দেশের মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 3.32 লাখ ৷ পর পর তিনদিন দেশে একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা 11 হাজারের গণ্ডি ছাড়াল ৷ দেশে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 9,520 ৷