দিল্লি, 2 নভেম্বর : বিজ্ঞপ্তি জারি করে নবগঠিত দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সীমানা নির্দিষ্ট করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । এই সংক্রান্ত মানচিত্র প্রকাশ করা হয়েছে । মানচিত্রে পাকিস্তান অধীকৃত কাশ্মীরকে লাদাখের অংশ হিসেবে দেখানো হয়েছে ।
31 অক্টোবর অনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ । লাদাখের প্রথম উপ রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন প্রাক্তন প্রতিরক্ষা সচিব রাধাকৃষ্ণ মাথুর । জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন গিরিশ চন্দ্র মুর্মু । তিনি আগে কেন্দ্রীয় ব্যয় সচিব ছিলেন ।