আহমেদাবাদ (গুজরাত), 1জুলাই : কোরোনা রোগীদের জন্য প্লাজ়মাব্যাঙ্ক স্থাপন করেছে আহমেদাবাদ সিভিল হাসপাতাল ।24জুন এটি কার্যকর করা হয় । হাসপাতালকর্তৃপক্ষ জানিয়েছে,এটিদেশের প্রথম হাসপাতাল যেখানে প্লাজ়মা ব্যাঙ্ক স্থাপিত হল ।
দেশের প্রথম প্লাজ়মা ব্যাঙ্ক আহমেদাবাদের সিভিল হাসপাতালে
আহমেদাবাদের সিভিল হাসপাতালে স্থাপিত হল দেশের সর্ব প্রথম প্লাজ়মা ব্যাঙ্ক । এখনও পর্যন্ত 30 জন ব্যক্তি এখানে প্লাজ়মা দান করেছেন ।
দেশের প্রথম প্লাজ়মা ব্যাঙ্ক আহমেদাবাদেরসিভিল হাসপাতালে
ইমিউনোহেমাটোলজিএবং ব্লাড ট্রান্সফিউশন বিভাগের (IHBT)তথ্য অনুযায়ী,এখনও পর্যন্ত30জন কোরোনামুক্ত ব্যক্তি প্লাজ়মাহাসপাতালে দান করেছেন ।IHBT-রঅধ্যাপক মৈত্রেয় গজ্জার বলেন, "আমরা রক্তদাতাদের প্লাজ়মা সংগ্রহ ওঅ্যান্টিবডি স্ক্রিনিংয়ের সময় প্রাসঙ্গিক কয়েকটি নির্দেশিকাগুলি অনুসরণ করি । যেসকল রোগীরা কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠেন,তাঁদের অ্যান্টিবডিগুলিCOVID-19সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতেসহায়তা করে। তাই কোরনামুক্ত রোগীদের প্লাজ়মা ভীষণভাবে কার্যকর এই চিকিৎসারক্ষেত্রে । " তিনি আরও বলেন, "আমরা কোরোনামুক্ত রোগীদের উৎসাহিতকরছি যাতে তাঁরা নিজেদের প্লাজ়মা দান করেন । প্লাজ়মা দানের ফলে কোরোনা চিকিৎসাআরও দ্রুত গতিতে সম্ভব হবে । "
ভারতেরসর্বপ্রথম প্লাজ়মা দান করেন আহমেদাবাদের বাসিন্দা স্মৃতী ঠাকুর । কেরোনামুক্তহওয়ার পরে18এপ্রিলতিনি সিভিল হাসপাতালে তাঁর প্লাজ়মা দান করেন । ওই প্লাজ়মা ব্যবহার করা হয়SVPহাসপাতালে ।M Mপ্রভাকর বলেন,"একজনরোগীর দ্রুত সুস্থতায়200 mlপ্লাজ়মাসর্বোচ্চ দু'বারব্যবহার করা যায় ।"
18থেকে65বছরের সকলেই প্লাজ়মা দান করতে পারবেন । তবে তাঁদেরওজন হতে হবে50অথবা তার বেশি, 12শতাংশ হিমোগ্লোবিন থাকতে হবে এর পাশাপাশি কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার28দিন বাদে তিনি প্লাজ়মা দিতে পারবেন ।