দিল্লি, 10 মার্চ : দলবিরোধী কাজের জন্যই কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ৷ বহিষ্কারের সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের জারি করা এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে ৷
কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে পাঠানো নিজের ইস্তফাপত্রে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লেখেন, "এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে ৷" ইস্তফাপত্রে তিনি আরও লেখেন, "বিগত 18 বছর ধরে দলের সঙ্গে আছি ৷ কিন্তু শেষ এক বছরে পরিস্থিতি অনেক বদলেছে ৷"
গতকাল 20 জন মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা এবং 19 জন বিধায়কের বেঙ্গালুরু যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সবথেকে বেশি আলোচিত হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না সংবাদমাধ্যকে জানিয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ৷ বলেছিলেন, "আমরা সিন্ধিয়াজির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি ৷ কিন্তু আমাদের বলা হয়েছে তাঁর সোয়াইন ফ্লু হয়েছে ৷ তাই কথা বলা সম্ভব হয়নি ৷"