দিল্লি, 11 জানুয়ারি : স্বাস্থ্যকর্মী ও কোরোনা যোদ্ধাদের টিকাকরণের খরচ সবটাই কেন্দ্রীয় সরকার বহন করবে। এর জন্য রাজ্য সরকারগুলিকে কোনও খরচ করতে হবে না। সোমবার এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি ভার্চুয়াল বৈঠক করেন দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই বৈঠকের পর তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তা দেন। সেখানেই তিনি এই কথা বলেন।
16 জানুয়ারি ভারতে শুরু হচ্ছে কোরোনার ভ্যাকসিনেশন। প্রথম দফায় পাবেন স্বাস্থ্যকর্মীরা। তার পর প্রথম সারির কোরোনা যোদ্ধাদের কোরোনা ভ্যাকসিন দেওয়া হবে। এদিন প্রধানমন্ত্রী জানান, এই দুটি পর্যায়ে মোট 3 কোটি মানুষকে কোরোনার টিকা দেওয়া হবে। এর জন্য যা খরচ হবে, সবটাই কেন্দ্র বহন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এর পরের ধাপে টিকা পাবেন কো-মর্বিডিটি আছে এমন মানুষ, যাঁদের বয়স 50 এর উপরে। এদিন সেই কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন কোভ্যাকসিন ও কোভিশিল্ডের কথা। এই দুটি ভ্যাকসিনই ভারতীয় সংস্থা তৈরি করায়, খরচের ভার অনেকটাই লাঘব হয়েছে বলে তিনি দাবি করেছেন। তাঁর কথায়, "ভ্যাকসিনের জন্য বিদেশের উপর ভরসা করে থাকলে আমাদের অবস্থা খুব খারাপ হত।"