পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2021-র জুলাইয়ের মধ্যে 40-45 কোটি ভ্যাকসিনের ডোজ় বাজারে আসবে : হর্ষ বর্ধন - Corona vaccine

আগামী বছরের জুলাইয়ের মধ্যে COVID-19 ভ্যাকসিনের 45-50 কোটি ডোজ় বাজারে আসবে এবং তা 20-25 কোটি মানুষের উপর প্রয়োগ করা যাবে বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধন ।

Aa
Aa

By

Published : Oct 4, 2020, 10:58 PM IST

দিল্লি, 4 অক্টোবর: বাড়ছে কোরোনা সংক্রমণ । বাজারে দ্রুত ভ্যাকসিন আনতে তৎপর কেন্দ্র । বারবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধনের কথায় উঠে আসছে সেই ইঙ্গিতই । আজকে মন্ত্রী জানান, আগামী বছরের জুলাইয়ের মধ্যে COVID-19 ভ্যাকসিনের 45-50 কোটি ডোজ় বাজারে আসার সম্ভাবনা রয়েছে । এই ডোজ় 20-25 কোটি মানুষের উপর প্রয়োগ করা যাবে বলে উল্লেখ করলেন তিনি । এই বিষয় একটি ফরম্যাট তৈরি করে অক্টোবরের মধ্যে প্রত্যেক রাজ্যকে দিয়ে দেওয়া হবে বলে জানান । সেই ফরম্যাটে রাজ্যগুলিকে জনসংখ্যার বিচারে ও অগ্রাধিকারের নিরিখে কত পরিমাণ ভ্যাকসিন প্রাথমিক পর্যায়ে লাগবে তা উল্লেখ করতে হবে ।

'সানডে সংবাদ' প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে সোশাল মিডিয়ায় ফলোয়ারদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি জানান, উচ্চ পর্যায়ের এক বিশেষজ্ঞ দল ভ্যাকসিনের উপর সমস্তরকম পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন । স্বাস্থ্য মন্ত্রক একটি ফরম্যাট তৈরি করছে । এই ফরম্যাট প্রত্যেক রাজ্যকে পাঠানো হবে । সেখানে রাজ্যগুলিকে জনসংখ্যা ও অগ্রাধিকার উল্লেখ করে ভ্যাকসিনের চাহিদা উল্লেখ করতে হবে ।

ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সামনের সারিতে অবশ্যই থাকবেন বা বলা চলে অগ্রাধিকার মিলবে সরকারি, বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, প্যারামেডিক্স, সাফাইকর্মী, আশাকর্মী, নিরাপত্তারক্ষী এবং পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা । অক্টোবরের শেষের মধ্যে ফরম্যাট তৈরির প্রক্রিয়াটি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । রাজ্যগুলিকেও নির্দেশ মতো সব তথ্য উল্লেখ করে জমা করতে হবে । এছাড়াও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি সংক্রান্ত বিষয়ে কী কী প্রয়োজন তাও উল্লেখ করতে হবে ।

হর্ষ বর্ধন বলেন, "কেন্দ্রীয় সরকার মানব সম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ, অন্যান্য ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর পরিকল্পনায় কাজ করছে । আশা করা হচ্ছে 2021-এর জুলাইয়ের মধ্যে 400-500 মিলিয়ন ডোজ় 20-25 কোটি মানুষের শরীরে দেওয়া যাবে । বিষয়গুলি চূড়ান্তকরণের বিভিন্ন পর্যায়ে রয়েছে ।" তিনি আরও জানান, বিষয়গুলি চূড়ান্ত করার সময় কেন্দ্রীয় সরকার COVID-19 সম্পর্কিত অনাক্রম্যতা সংক্রান্ত তথ্যের উপরও নজর রাখছে।

ABOUT THE AUTHOR

...view details