পশ্চিমবঙ্গ

west bengal

অ্যাম্বুলেন্সেই প্রসব, দৃষ্টান্ত স্থাপন কর্নাটকের

চলতি বছরের সেপ্টেম্বর থেকে প্রায় 635 জন অ্যাম্বুলেন্স কর্মীদের প্রসব সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ যাতে প্রসূতিদের কোনও সমস্যায় পড়তে না হয় ।

By

Published : Oct 27, 2020, 8:55 PM IST

Published : Oct 27, 2020, 8:55 PM IST

ছবি
ছবি

রায়চূড়, 27 অক্টোবর : জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে প্রসব করিয়ে দৃষ্টান্ত স্থাপন করল কর্নাটক ৷ সেখানকার সরকার আরও 108টি অ্যাম্বুলেন্সকে এই কাজের জন্য ব্যবহার করেছে ৷ রায়চূড়ে সবচেয়ে বেশি এই ধরনের প্রসব হয়েছে ৷

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরের সেপ্টেম্বর থেকে প্রায় 635 জন অ্যাম্বুলেন্স কর্মীদের প্রসব সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ যাতে প্রসূতিদের কোনও সমস্যায় পড়তে না হয় ৷ ইতিমধ্যেই প্রায় হাজার মহিলার প্রসব এই অ্যাম্বুলেন্সের মধ্যে হয়েছে ৷ রাজ্যের মধ্যে অ্যাম্বুলেন্স প্রসবে প্রথমে রয়েছে রায়চূ়ড় ৷ এরপরই রয়েছে কালবুর্গি জেলা ৷

কর্নাটকে এই অ্যাম্বুলেন্স পরিষেবা 2008 সালে শুরু হয় । নাম দেওয়া হয় আরোগ্য কবোচ ৷ 750টি অ্যাম্বুলেন্স জরুরি ভিত্তিতে এই পরিষেবা দিয়ে থাকত ৷ বর্তমানে আরও 108টি অ্যাম্বুলেন্সকে এই কাজে যুক্ত করা হয়েছে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details