দিল্লি, 18 মার্চ : কোরোনা মোকাবিলায় কর্মচারীদের দেহের উষ্ণতা মেপে তবেই প্রবেশে অনুমতি ৷ এমন দৃশ্য দেখা গেল সংসদ ভবনের গেটে ৷ গেটের প্রহরীরা ওই থার্মোমিটার গান কর্মচারীর কপালে ঠেকিয়ে দেখে নিচ্ছে কোরোনার লক্ষণ আছে কিনা ৷
কর্মচারীদের তাপমাত্রা মেপে প্রবেশ সংসদ ভবনে
কোরোনা মোকাবিলায় সংসদ ভবনের গেটে প্রহরীরা তৎপর ৷ কর্মচারীর কপালে থার্মোমিটার গান ঠেকিয়ে খতিয়ে দেখছে কোরোনার লক্ষণ ৷
দেশজুড়ে কোরোনা ভাইরাস রুখতে চলছে নানান কর্মসূচি ৷ জনসমাবেশ এড়ানোর চেষ্টা, মাস্ক ও স্যানিটাইজ়ারের ব্যবহার, কোয়ারানটাইনের ব্যবস্থা, গুরুত্বপুর্ণ কর্মস্থানে প্রবেশের আগে থার্মোমিটার গানে শরীরের তাপমাত্রা মেপে নেওয়া এ সবকিছুই চলছে নিয়ম মেনে ৷ তেমনই এক দৃশ্য দেখা গেল সংসদ ভবনের গেটে ৷ থার্মোমিটার গান দিয়ে খতিয়ে দেখা হচ্ছে কর্মচারীদের কোরোনার লক্ষণ রয়েছে কি না ৷
সংসদ ভবন গেটের এই দৃশ্য সোশাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ৷ নেটিজেনদের অনেকে আবার মজা পেয়েছেন এই 'বন্দুক' দেখে ৷