পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা যুদ্ধে কৃতজ্ঞতা, বিশ্বের উচ্চতম প্রদীপ প্রজ্জ্বলন - কোরোনাভাইরাস খবর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে গতকাল রাত ন’টায় কোরোনা লড়াইয়ে শামিল কর্মীদের কৃতজ্ঞতা জানাতে নাগপুরের জেরিল লন্সে 60ফুট উঁচু এই 24মুখী পুজার প্রদীপটি প্রজ্বলিত হয়েছিল ৷

ignition of the highest lamp in the world
বিশ্বের উচ্চতম প্রদীপ প্রজ্বলন

By

Published : Apr 6, 2020, 3:56 PM IST

নাগপুর(মহারাষ্ট্র), 6এপ্রিল : কোরোনা মোকাবিলায় গোটা দেশ লকডাউন মেনে স্বেচ্ছায় গৃহবন্দী ৷ ঠিক তেমনই সংক্রমণ রুখতে স্বাস্থ্যকর্মীরা, জরুরি পরিষেবায় কর্মরত মানুষেরা সদা তৎপর ৷ তাঁদেরই কৃতজ্ঞতা জানিয়ে নাগপুরের জেরিল লন্সে জ্বালানো হল বিশ্বের উচ্চতম সামাই (পুজার প্রদীপ) ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে গতকাল রাত ন’টায় কোরোনা লড়াইয়ে শামিল কর্মীদের কৃতজ্ঞতা জানাতে নাগপুরের জেরিল লন্সে 60ফুট উঁচু এই 24মুখী পুজার প্রদীপটি জ্বালানো হয়েছিল ৷ পাশাপাশি একতার আলো জ্বালিয়ে কৃতজ্ঞতা জানিয়েছে সমস্ত রাজ্যের মানুষ ৷

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তথ্য অনুযায়ী দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 3,577 ও মৃত্যু 83 ৷

ABOUT THE AUTHOR

...view details