পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাথরসে যাওয়ায় চন্দ্রশেখর আজ়াদকে হুমকি - চন্দ্রশেখর আজ়াদকে প্রকাশ্যে হুমকি

গ্রামের "জাতীয় সাভার্না (উচ্চবর্ণ) পরিষদ"-এর সদস্যরা সভা করে ধৃত চারজনকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন । তাঁদেরই একজন পুলিশের সামনেই চন্দ্রশেখর আজ়াদকে প্রকাশ্যে হুমকি দেন ।

Thakur Men Threaten Azad
Thakur Men Threaten Azad

By

Published : Oct 6, 2020, 12:02 AM IST

হাথরস ও দিল্লি, 5 অক্টোবর : হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজ়াদ । এরপরই হুমকির মুখে পড়তে হয় তাঁকে । ক্যামেরার সামনেই তাঁকে হুমকি দিতে দেখা যায় কয়েকজন উচ্চবর্ণের যুবককে । ভাইরালও হয় সেই ভিডিয়ো ।

হাথরসের নির্যাতিতার বাড়িতে যাওয়ার পর চন্দ্রশেখর আজ়াদ-সহ আরও 400 জনের বিরুদ্ধে ওই এলাকায় বড় সমাবেশে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে উত্তরপ্রদেশ পুলিশ । যদিও গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সমর্থনে জড়ো হওয়া প্রায় 500 জনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । তাঁদেরই মধ্যে কয়েকজন আজ়াদকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন ।

আজ নির্যাতিতার পরিবারের বিশেষ সুরক্ষার দাবি জানিয়ে চন্দ্রশেখর আজ়াদ বলেন, "অভিযুক্তদের সাহায্য করার জন্য প্রকাশ্যে সভা অনুষ্ঠিত হয়েছে । নির্যাতিতার পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে ।"

এদিকে ওই ভিডিয়োয় দেখা যায়, গ্রামের "জাতীয় সাভার্না (উচ্চ বর্ণ) পরিষদ"-এর সদস্যরা সভা করে ধৃত চার অভিযুক্তকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন । ওই ভিডিয়োতে পুলিশের সামনেই চন্দ্রশেখর আজ়াদকে হুমকি দিয়ে তাঁরা বলেন, "আপনার কি CBI-এর উপরও বিশ্বাস নেই? CBI-কে বিশ্বাস করেন না, এখানে রাজনীতি করতে এসেছেন । একবার খালি এসে দেখা করুন, বুঝিয়ে দেব CBI-এর উপর কীভাবে ভরসা না থাকে ?"

ভিডিয়োটিতে একজন চেঁচিয়ে আরও বলেন, "ঠাকুর আমরা । গুলির আঘাত সহ্য করার জন্যই জন্মেছি । বেরিয়ে আসুন, আপনার বড় ভাইরা এখানে আপনার সঙ্গে দেখা করতে এসেছে ।" প্রসঙ্গত, ভিডিয়োটিতে যাকে হুমকি দিতে দেখা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন তারই ভাই ।

এদিকে, হাথরসের ঘটনাকে ঘিরে অন্য কোনও চক্রান্ত রয়েছে বলে মনে করছে সে-রাজ্যের প্রশাসন । দেশদ্রোহিতা, ষড়যন্ত্র, জাতিগত ও ধর্মীয় বিদ্বেষে প্ররোচনা দেওয়া, ইলেকট্রনিক প্রমাণগুলির উপর কাটাছেঁড়া করা, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানির মামলা রুজু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details