জম্মু ও কাশ্মীর, 2 অগাস্ট : জঙ্গিরা অমরনাথ যাত্রায় হামলার ছক কষেছিল ৷ তবে, ভারতীয় সেনা তা রুখে দিয়েছে ।
আজ ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ সাংবাদিক বৈঠকে লেফটেনন্ট জেনেরাল কে জি এস ধিলোঁ বলেন, "গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা অমরনাথ যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করেছিল ৷ সেই মতো আমরা অভিযান চালাই ৷ এই অভিযানে বড় সাফল্য পেয়েছি ৷ অমরনাথ যাত্রা পথে একটি M-24 অ্যামেরিকান স্নিপার রাইফেল ও টেলিস্কোপ উদ্ধার হয়েছে ৷ পাকিস্তান সেনার ল্যান্ডমাইনও উদ্ধার হয়েছে । এটা স্পষ্ট করে দেয়, পাকিস্তান সেনাও এই ঘটনার সঙ্গে জড়িত । আমরা এটা বরদাস্ত করব না ।" তিনি আরও বলেন, "এখন পরিস্থিতি সম্পূর্ণ আমাদের অনুকূলে । কাশ্মীরে শান্তি বিরাজ করছে ।"