পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুলওয়ামায় সেনার QRT কনভয়ে হামলা জঙ্গিদের - পুলওয়ামা

পুলওয়ামার বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি অভিযান । জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি ।

ফাইল ফোটো
ফাইল ফোটো

By

Published : Jul 9, 2020, 9:36 PM IST

শ্রীনগর, 9 জুলাই : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর কুইক রেসপন্স টিমের কনভয়ে হামলা । জখম এক সেনা জওয়ান ও এক স্থানীয় মহিলা । ওই মহিলা পুলওয়ামার লাড়ু এলাকার বাসিন্দা বলে জানা গেছে ।

সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, খ্রিউ থেকে যাওয়ার পথে অবন্তিপোরার কাছে লাড়ু মোড়ে একটি মসজিদের কাছে QRT-র একটি অ্যাম্বুলেন্সে গুলি চালায় জঙ্গিরা । জখম হন দু'জন । তাঁদের মধ্যে একজন অর্থাৎ সেনা জওয়ানকে সেনাবাহিনীর 92 বেস হাসপাতালে ভরতি করা হয় । তিনি এখন সুস্থ রয়েছেন ।

এলাকায় চলছে তল্লাশি অভিযান । জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details