পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুলওয়ামায় আত্মসমর্পণ 2 জঙ্গির, উদ্ধার এ কে 47 - এনকাউন্টার

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা জঙ্গীর গুলির লড়াই ৷ ঘটনায় আত্মসমর্পণ দুই জঙ্গির ৷ উদ্ধার হয়েছে দু'টি এ কে 47 রাইফেল ৷ এনকাউন্টার চলাকালীন জখম হয় এক জঙ্গি ৷ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

ছবি
ছবি

By

Published : Jan 30, 2021, 12:10 PM IST

পুলওয়ামা, 30 জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মসমর্পণ দুই জঙ্গির ৷ গতকাল রাত আটটা থেকে তল্লাশি অভিযানে নামে সেনা ৷ চলে গুলির লড়াই ৷

আরও পড়ুন : কাশ্মীরে খতম তিন জঙ্গি

এরপর আজ লেলিহার এলকায় সেনার এনকাউন্টারে আত্মসমর্পণ করে তারা ৷ কাশ্মীর জ়োন পুলিশ টুইটে লিখেছে, এই ঘটনায় দুই জঙ্গির মধ্যে একজন জখম হয়েছে ৷ তাকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু'টি এ কে 47 রাইফেল ৷

এর আগে , গতকাল অবন্তিপুরায় সেনার গুলিতে খতম হয়েছিল তিন জঙ্গি ৷ এনকাউন্টারেই নিকেশ হয় তারা ৷ সেই সময় কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনেরাল বিজয় কুমার জানিয়েছিলেন, খতম তিন জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে এ বিষয়ে তথ্য় সংগ্রহ করা হচ্ছে ৷ দ্রুত পরিচয় সামনে আসবে ৷

ABOUT THE AUTHOR

...view details