পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোপোরে জঙ্গিদের গুলিতে মৃত্যু যুবকের - জম্মু-কাশ্মীরে জঙ্গিহানা

কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় হামলা চালাচ্ছে জঙ্গিরা ৷ কয়েকটি জায়গায় জওয়ানদের সঙ্গে তাদের গুলির লড়াইও হয়েছে ৷ এর মাঝেই শনিবার সোপোরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হল এক যুবকের ৷

terrorist
প্রতীকী ছবি

By

Published : Jun 7, 2020, 2:45 AM IST

সোপোর, 7 জুন : জম্মু-কাশ্মীরের সোপোরের এদিপোরার কাছে জঙ্গিদের গুলিতে মৃত্যু হল এক যুবকের ৷ এরপরই পুলিশ ও সেনার যৌথ বাহিনী এলাকাটিকে ঘিরে ফেলে ৷

শনিবার সন্ধ্যায় এদিপোরার কাছে দানিশ নাজ়ির নজর নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থানে যায় পুলিশ ও সেনার যৌথ বাহিনী ৷

বেশ কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় জঙ্গিরা হামলা চালাচ্ছে ৷ তিনদিন আগে পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে জওয়ানদের সংঘর্ষ বাধে ৷ মৃত্যু হয় তিন জইশ-ই-মহম্মদ জঙ্গির ৷ এক জওয়ানও আহত হন বলে খবর ৷

এদিকে শনিবারই জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার আগে ত্রালের তিন বাসিন্দাকে আটকাতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী । তিনজনের মধ্যে একজন কিশোরও রয়েছে । ঘটনায় জঙ্গিদের সাহায্যকারী দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details