পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুলওয়ামায় জঙ্গি হামলায় জখম জওয়ান

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় ফের জঙ্গি হামলা৷ যৌথ বাহিনীর উপর গুলিবর্ষণে জখম হয়েছেন সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর এক জওয়ান৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এলাকা ঘিরে রেখে চলছে তল্লাশি৷

terrorists_attack_crpf_party_in_south_kashmir's_pulwama
পুলওয়ামায় ফের জঙ্গি হামলায় আহত জওয়ান

By

Published : Oct 19, 2020, 12:24 PM IST

শ্রীনগর, 19 অক্টোবর:জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় ফের জঙ্গি হামলা৷ আজ, সোমবার যৌথ বাহিনীর উপর গুলিবর্ষণে জখম হয়েছেন সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স (CRPF)-এর এক জওয়ান৷ পুলিশ জানিয়েছে, গাঙ্গু এলাকায় CRPF ও পুলিশকে লক্ষ্য করে আচমকাই গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা৷ গুলিতে জখম জওয়ানকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এলাকা ঘিরে রেখে চলছে তল্লাশি৷

গতকাল এই জেলার ত্রাল শহরে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত হয়েছিলেন CRPF-এর এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর৷ সেনাবাহিনীর এক বর্ষীয়ান পদস্থ আধিকারিক জানিয়েছেন, কাশ্মীরে এখনও প্রায় 200 জঙ্গি সক্রিয় রয়েছে৷ এদের বেশিরভাগই পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে ৷

উল্লেখ্য, জওয়ানদের উপর জঙ্গি হামলা পরপর হচ্ছে৷ 5 অক্টোবর শ্রীনগরের কাছে প্যাম্পোর বাইপাসে রোড ওপেনিং পার্টিতে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান CRPF-এর এক জওয়ান, আহত হন তিনজন৷ লস্কর-ই-তইবার দুই জঙ্গি বাইকে চেপে CRPF-এর 110 নং ব্যাটেলিয়নের জওয়ানদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল৷ 22 সেপ্টেম্বর বদগাম জেলার কাইসেরমুল্লায় 110 নম্বর ব্যাটেলিয়নের এক CRPF জওয়ানের উপর গুলি চালিয়ে তাঁর সার্ভিস রিভলভার, এ কে অ্যাসল্ট রাইফেল নিয়ে পালায় জঙ্গিরা৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details