পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোপিয়ানে নিকেশ এক জঙ্গি - সেনা-জঙ্গি সংঘর্ষ

বুধবার সেনা-জঙ্গি সংঘর্ষে এক জঙ্গি নিহত হল ৷ সোপিয়ান জেলায় মলু চিত্রাগ্রাম অঞ্চলে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির মৃত্যু হয় ৷ তবে সোমবার থেকে আজ পর্যন্ত এই নিয়ে মোট তিনজন জঙ্গি নিহত হল ৷

terrorist killed in encounter
সেনা-জঙ্গি সংঘর্ষে এক জঙ্গি নিহত

By

Published : Aug 19, 2020, 8:37 PM IST

জম্মু ও কাশ্মীর, 19 অগাস্ট : সেনা-জঙ্গি সংঘর্ষে বুধবার এক জঙ্গি নিহত হল ৷ জম্মু-কাশ্মীরের দক্ষিণে সোপিয়ান জেলায় মলু চিত্রাগ্রাম অঞ্চলে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির মৃত্যু হয় ৷ জম্মু-কাশ্মীরের পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও দুই থেকে তিন জন জঙ্গি ওই অঞ্চলে আত্মগোপন করে আছে ৷

এই অভিযানে 44 নম্বর রাষ্ট্রীয় রাইফেল এবং CRPF-এর সঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ প্রশিক্ষিত বাহিনীও আছে৷ এই সম্মিলিত বাহিনী সমগ্র এলাকা ঘিরে রেখেছে, যাতে এই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা পালাতে না পারে৷ এক পুলিশ আধিকারিক বলেন, "পুলিশ, 44 রাইফেল এবং CRPF চারদিক ঘিরে রেখে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷"

সেনা-জঙ্গি সংঘর্ষে এক জঙ্গি নিহত

সোমবার থেকে আজ পর্যন্ত এই নিয়ে মোট তিনজন জঙ্গি নিহত হল ৷ সোম ও মঙ্গল এই দুদিনে দু'জন জঙ্গি মারা যায় ৷ কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানান, নিহত তিন জঙ্গির মধ্যে একজন BJP নেতা ওয়াসিম বারির হত্যাকারী ৷ এর ফলে কাশ্মীরে BJP নেতা ওয়াসিম বারি খুন হওয়ার প্রায় দেড় মাস পর তাঁর হত্যাকারীকে নিহত করল যৌথ বাহিনী ৷ জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানান, BJP নেতা ওয়াসিম বারির হত্যাকারী লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডারকে বারামুলা এনকাউন্টারে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সকালে বারামুলার ক্রিরিতে এনকাউন্টারে উসমামান নামের এই শীর্ষ পাকিস্তানি লস্কর জঙ্গি মারা যায় ৷

8 জুলাই বান্দিপোরায় BJP নেতা ওয়াসিম বারিকে হত্য়া করে জঙ্গিরা। ওই রাতেই জঙ্গিরা ওয়াসিমের বাবা ও ভাইকেও গুলি করে খুন করে ৷ এই ঘটনায় লস্কর-ই -তৈবার জঙ্গিরাই জড়িত তা কাশ্মীর পুলিশ আগেই জানিয়েছিল ৷ ঘটনাস্থানের CCTV ফুটেজ দেখে জঙ্গিদের চিহ্ণিত করা হয় ৷ জঙ্গিদের মধ্যে একজন বিদেশি ছিল ৷ উসমান নামে সেই জঙ্গিকেই মঙ্গলবার নিকেশ করে নিরাপত্তা বাহিনী ৷ সোমবার থেকে সংঘর্ষে মোট 5 জন নিরাপত্তা বাহিনী শহিদ হয়েছেন ৷ ঘটনাস্থান থেকে দুটি AK-47 রাইফেল ও তিনটি পিস্তল উদ্ধার হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details