পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি ডেরার হদিস, উদ্ধার অস্ত্র - রাজৌরিতে তল্লাশি অভিযান

আজ ভোররাত থেকে রাষ্ট্রীয় রাইফেলসের 38 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা রাজৌরির কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন । অভিযান চলাকালীন রাজৌরির দরদাসান জেলার থানামাণ্ডির কাছে জঙ্গি ডেরার হদিস মেলে ।

রাজৌরিতে জঙ্গি ডেরার হদিশ
রাজৌরিতে জঙ্গি ডেরার হদিশ

By

Published : Jul 22, 2020, 12:23 PM IST

শ্রীনগর, 22 জুলাই : জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি ডেরার হদিস । সেখান থেকে উদ্ধার হল চাইনিজ় পিস্তল, পিকা গান, 168টি পিকা রাউন্ডস, AK 47-এর গুলি, দু'টি UBGL গ্রেনেড সহ একাধিক আগ্নেয়াস্ত্র ।

আজ ভোররাত থেকে রাষ্ট্রীয় রাইফেলসের 38 নম্বর ব্যাটেলিয়ন রাজৌরির কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে । অভিযান চলাকালীন রাজৌরির দরদাসান জেলার থানামাণ্ডির কাছে জঙ্গি ডেরার হদিস মেলে । সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার হলেও কোনও জঙ্গির খোঁজ মেলেনি ।

এর আগে 4 জুলাই রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা রাজৌরিতে আরও একটি জঙ্গি ডেরার খোঁজ পেয়েছিল । সেই ডেরা থেকেও উদ্ধার হয়েছিল একাধিক অস্ত্রশস্ত্র ।

অস্ত্রের পাশাপাশি ওই ডেরা থেকে পাওয়া গেছে IED তৈরির মশলাও ।

ABOUT THE AUTHOR

...view details