পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুঞ্চে জঙ্গি ডেরার খোঁজ, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক - পুঞ্চ

মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান শুরু করে ৷ সেই সময়ই কালাবানের জঙ্গলে জঙ্গি ডেরার খোঁজ পায় তারা ৷

terrorist-hideout-busted-in-j-ks-poonch-arms-and-ammunition-recovered
পুঞ্চে সন্ত্রাসবাদী আস্তানা, উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র

By

Published : Oct 28, 2020, 3:20 PM IST

পুঞ্চ, 28 অক্টোবর : পুঞ্চের কালাবান জঙ্গলের মেন্ধর তেহসিলে জঙ্গি ডেরার খোঁজ পেল যৌথবাহিনী ৷ মাঝরাতে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালানোর সময় এই ডেরার খোঁজ পায় ৷ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ৷

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান শুরু করে ৷ সেই সময়ই কালাবানের জঙ্গলে জঙ্গি ডেরার খোঁজ পায় তারা ৷ এরপর সেখানে তল্লাশি চালিয়ে AK-56, তিনটি ম্য়াগাজ়িন, দু’টি দূরবীন, একটি রেডিও সেট, পাকিস্তানে তৈরি পিস্তল, পিস্তলের ম্য়াগাজ়িন, একটি সোলার চার্জার উদ্ধার করা হয়েছে ৷

ওই এলাকায় এমন আরও একাধিক ঘাঁটি থাকতে পারে বলে অনুমান সেনার ৷ সেই মতো অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details