গুয়াহাটি , 19 অক্টোবর : অসম-মিজ়োরাম সীমান্তে দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে । ইতিমধ্যেই এই বিষয় নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে ফোনে কথা হয়েছে । কেন্দ্রের কাছেও তাঁরা বিষয়টি জানিয়েছেন । পরিস্থিতি পর্যালোচনায় দুই রাজ্যকে নিয়ে আজ একটি বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা ।
অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সীমান্তে উত্তেজনার বিষয়টি জানিয়েছেন । অসম সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তিনি মিজ়োরামের মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সীমান্ত সমস্যা সমাধানের জন্য যৌথ প্রচেষ্টার উপর জোর দিয়েছেন । জ়োরামথাঙ্গা তাঁকে আন্তঃরাজ্য সীমান্তে শান্তি বজায় রাখার প্রচেষ্টা এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন । মিজ়োরাম সরকারও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের কাছে বিষয়টি জানিয়েছিল ।
পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লার সভাপতিত্বে আজ দুই রাজ্যের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মিজ়োরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালচামলিয়ানা । বৈঠকে দুই রাজ্যের মুখ্যসচিব উপস্থিত থাকবেন বলে জানান তিনি ।