দিল্লি, 13 মে : জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে গতকাল 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করছিলেন প্রধানমন্ত্রী । আজকের সাংবাদিক বৈঠকে আত্মনির্ভর ভারত অভিযানের সেই আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এই আর্থিক প্যাকেজে দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের জন্য 3 লাখ কোটির ঋণের সুবিধার কথা ঘোষণা করেন তিনি । পাশাপাশি জানান, 200 কোটির কম বরাতে আর গ্লোবাল টেন্ডার নয় । এবার স্থানীয় তথা দেশীয় শিল্পসংস্থাগুলিকে সরকারের টেন্ডার পাওয়ার সুযোগ দেওয়া হবে ।
আজকের সাংবাদিক বৈঠকে MSME অর্থাৎ দেশের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের জন্য ছ'টি ঘোষণা ঘোষণা করা হয়েছে । সেখানেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, 200 কোটির কম বরাতে আর গ্লোবাল টেন্ডার দেওয়া হবে না । এবার স্থানীয় তথা দেশীয় শিল্পসংস্থাগুলিকে সরকারের টেন্ডার পাওয়ার সুযোগ দেওয়া হবে । এক্ষেত্রে 200 কোটির কম বরাতেও দেশীয় শিল্পসংস্থাগুলি টেন্ডার পাবে । টেন্ডার দেওয়ার পাশাপাশি আরও পাঁচটি ঘোষণা করা হয় । জানানো হয়, MSME সেক্টরে 3 লাখ কোটির ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যাবে । চার বছরের মেয়াদ হবে এই ঋণের । চলতি বছর 31 অক্টোবর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে । এই প্য়াকেজ থেকে 45 লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই প্রকল্পে উপকৃত হবে ।