পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা সংক্রমণ বৃদ্ধি ভারতের 10 রাজ্যে - Maharastra COVID-19

কোরোনা সংক্রমিত হয়ে মৃত্যুর নিরেখে গত 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যা পার করেছে 10টি রাজ্য । গত 24 ঘণ্টায় ভারতে মোট মৃত্যুর 78% এই রাজ্যগুলির থেকেই হয়েছে ।

Aa
Aq

By

Published : Sep 29, 2020, 5:15 PM IST

দিল্লি, 29 সেপ্টেম্বর: ক্রমশ খারাপ হচ্ছে কোরোনা পরিস্থিতি । বাড়ছে সংক্রমণ । গত 24 ঘণ্টায় 10টি রাজ্য থেকে 78% মানুষের মৃত্যু হয়েছে কোরোনা আক্রান্ত হয়ে । আর এই 10টি রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক । এই রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । গত 24 ঘণ্টায় সেখানে সর্বাধিক মৃত্যু হয়েছে (180জনের) ।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়ে মোট 776জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে 78%ই এই 10টি রাজ্য থেকে । গত 24 ঘণ্টায় তামিলনাড়ুতে 70জনের, কর্নাটকে 59জনের, উত্তরপ্রদেশে 58জনের, পশ্চিমবঙ্গে 56জনের, পঞ্জাবে 46জনের, অন্ধ্রপ্রদেশে 37 জনের, দিল্লিতে 37জনের, মধ্যপ্রদেশে 35জনের, ছত্তিশগড়ে 29জনের মৃত্যু হয়েছে ।

গত 24 ঘণ্টায় নতুন করে ভারতজুড়ে 70,589জন কোরোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে । আক্রান্তের 73% 19টি রাজ্যের । শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (11,921), কর্নাটক (6892), তামিলনাড়ু (5589), অন্ধ্রপ্রদেশ (5487), কেরল (4538), উত্তরপ্রদেশ (3790), ছত্তিশগড় (3725), অসম (3644), ওড়িশা (3235), পশ্চিমবঙ্গ (3155) ।

তবে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও । ভারতে সুস্থতার হার 83% । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 84,877জন । এখনও পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন 51,01,397জনেরও বেশি । মোট সুস্থতার 73% মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশা, কেরল এবং মধপ্রদেশের । সুস্থতার হারেও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে সুস্থ হয়েছেন 20,000 জনের বেশি । অন্যদিকে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে 7000জন করে সুস্থ হয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details