ঢোলপুর (রাজস্থান), 9 অক্টোবর: দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় নদীতে ডুবে গেলেন 10 জন ৷ তাঁদের মধ্যে সাতজনের দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ তিনজন ৷ মঙ্গলবার রাজস্থানের ঢোলপুরের ঘটনা ৷
ঢোলপুরে প্রতিমা নিরঞ্জনের সময় ডুবে মৃত 7, নিখোঁজ 3 - drowned
ঢোলপুর জেলা কালেক্টর রাকেশ জয়সওয়াল বলেন, " প্রতিমা নিরঞ্জনের সময় মোট 10 জন ডুবে গেছেন ৷ আমরা সাতজনের দেহ উদ্ধার করতে পেরেছি ৷"
নিখোঁজদের তল্লাসি চলছে
ঢোলপুরের জেলাশাসক রাকেশ জয়সওয়াল বলেন, " প্রতিমা নিরঞ্জনের সময় মোট 10 জন ডুবে গেছেন ৷ আমরা সাতজনের দেহ উদ্ধার করতে পেরেছি ৷" তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে 1লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ নিখোঁজদের জন্য এখনও নদীতে উদ্ধারকাজ চলছে ৷
Last Updated : Oct 9, 2019, 12:03 PM IST