দিল্লি, 8 ডিসেম্বর : ফাইভ জ়ি টেকনোলজিকে সময়ের মধ্যে চালু করতে টেলিকম সংস্থার সব বড় অংশীদারকে একসঙ্গে কাজ করতে হবে । বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়াল সভায় ভাষণ দিতে গিয়ে তিনি এই বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ সঙ্গে তিনি বলেন, দেশ যাতে টেলিকম ইন্ডাস্ট্রিতে গ্লোবাল হাবে পরিণত হতে পারে সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে প্রধান টেলিকম সংস্থাগুলিকে ৷ সেখানে মোবাইল তৈরির সরঞ্জাম থেকে শুরু করে তার নকশা এমনকী প্রযুক্তিগত উন্নতিতেও দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে ৷
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত উন্নতিতে ভারতের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ৷ আর তাই সময়ের মধ্যে 5G পরিষেবাকে দেশে চালু করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ৷ কোটি কোটি ভারতীয়কে প্রযুক্তিগত দিক থেকে আরও শক্তিশালী করে তুলতে হবে ৷ তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রামে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দিতে ফাইবার-অপটিক কানেক্টিভেটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে টেলিকম মন্ত্রকের ৷ আর সেই লক্ষ্যে ইতিমধ্যে আন্দামান ও নিকোবরে ফাইবার-অপটিক পরিষেবা শুরু করা হয়েছে ৷