করিমনগর (তেলাঙ্গানা), 25 অক্টোবর : তেলাঙ্গানায় আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে । তাদের মধ্যে একজন ওই নির্যাতিতার আত্মীয় । তেলাঙ্গানার জাগতিয়াল জেলার ঘটনা ।
ঘটনাটি ঘটেছে প্রায় তিন সপ্তাহ আগে । পরিবারের সম্মানের কথা ভেবে এতদিন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি ওই নাবালিকার পরিবার । এরপর গতকাল নাবালিকার ভাই থানায় অভিযোগ দায়ের করে ।